ভর্তির নিয়মাবলী ও যোগ্যতা
- ইহা একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট
- সকল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭-২০১৯ সালের মাধ্যমিক ২০২০-২০২১ সালের উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা অথবা ২০১৫-২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০-২০২১ সালে ৪ ( চার ) বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কৃতকার্য ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে।
- মাননীয় ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ, চ.বি-র অনুকূলে অগ্রনী ব্যাংক যেকোন শাখা থেকে ৬০০/- (ছয়শত) টাকা পে-অর্ডার মূলে ফরম সংগ্রহ করা যাবে অথবা চিয়েটের অধ্যক্ষের কার্যালয় থেকে বা চিয়েটের ওয়েব সাইট www.ciet.ac.bd থেকে অনলাইনে আবেদন করা যাবে।
- মাধ্যমিক বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জি.পি.এ. ২.৭৫ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জি.পি.এ. ২.৭৫ উভয় মিলে সর্বমোট জি.পি.এ. ৬.০০ থাকতে হবে।
- ডিপ্লোমা ধারীদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.৭৫ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ সর্বনিম্ন জি.পি.এ. – ২.৪০ থাকতে হবে, উভয় মিলে জি.পি.এ. ৫.৮৫ থাকতে হবে।
- ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সক্রিপ্ট ও তিন কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি ভর্তির সময় জমা দিতে হবে।
পরীক্ষার মান বন্টন
- ভর্তি পরীক্ষার মান-৫০ নম্বর, পাশ নম্বর-২০
- ইংরেজী, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের মান-১০ নম্বর
- মাধ্যমিকে ৪০% ও উচ্চ মাধ্যমিকের ৬০%, জিপিএ যোগ করে ৫০ নম্বরের চুড়ান্ত ফলাফল তৈরী করা হবে।
- মেধাক্রম অনুসারে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকার মাধ্যমে ফলাফল প্রকাশ হবে।
- ভর্তিচ্ছুদের পছন্দ অনুসারে ফলাফলের উপর ভিত্তি করে কোর্স চুড়ান্ত করা যাবে
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোর্স সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
পরীক্ষা পদ্ধতি
- এম.সি.কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
- পরীক্ষার সময়কাল ৩০ মিনিট
- ভর্তি পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে সকাল ১০ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার তারিখ ওয়েব সাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাশ টেস্ট, কুইজ টেস্ট, মাসিক/মধ্যপর্ব পরীক্ষা ও সেমিষ্টার ফাইনাল পরীক্ষা “চিয়েট” ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
Credit & Course Fee
SL | Department | Credit | Admission Fee | Semester Fee |
01 | B.Sc-in-Computer Science & Engineering(CSE) | 160 | 15,000/- | 32,500/- |
02 | B.Sc-in-Electrical & Electronics Engineering(EEE) | 160 | 15,000/- | 32,500/- |
03 | B.Sc-in-Mechanical Engineering(ME) | 160 | 15,000/- | 36,250/- |
04 | B.Sc-in-Textile Engineering(TE) | 160 | 15,000/- | 32,500/- |
05 | B.Sc-in-Civil Engineering(CE) | 160 | 15,000/- | 32,500/- |
Each Student has to pay the Registration Fee, Exam Fee & Industrial Training Fee. All courses are conducted under a semester system.
Semester Duration: 6 (Six) months & total 8 (Eight) semester.
বৃত্তি : মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের বিশেষ ছাড়ে ভর্তি ও মেকানিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বিশেষ ওয়েভারে ভর্তি হওয়া যাবে।
Admission Time:
Per Year 2 Time: January: Semester & June: Semester
মাহফুজুল হক নূর কে.এম.মূছা ট্রাস্ট এডুকেশন স্কলারশিপের মাধ্যমে ভর্তির সুযোগ।